ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুয়া খবর বন্ধে ফ্যাক্ট চেক

প্রকাশিত: ১১:৩১, ৪ এপ্রিল ২০১৯

ভুয়া খবর বন্ধে ফ্যাক্ট চেক

ভুয়া খবর, তথ্য বা গুজব ছড়িয়ে পড়া রুখতে নতুন ফ্যাক্ট চেক সার্ভিস চালু করেছে হোয়াটসএ্যাপ। গত মঙ্গলবার থেকে ভারতে এই এ্যাপ ব্যবহারকারীদের জন্য এই ফ্যাক্ট চেক সার্ভিস বা তথ্য যাচাই পরিষেবা চালু করা হয়েছে। দেশটিতে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো একাধিক খবর বাজারে ঘুরছে বলে বিশেষজ্ঞদের ধারণা। সেই সব খবর মানুষকে প্রভাবিত করতে পারে, এমনকী ভুল তথ্য ছড়িয়ে পড়ে গুজব ছড়ানোরও আশঙ্কা থাকছে। তাই এসব ঝামেলা বন্ধ চাইছে হোয়াটসএ্যাপ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় কিছু সংস্থার সাহায্যে এই খবর যাচাইয়ের কাজ করা হবে। তৈরি করা হবে ডেটাবেস, যেখানে ব্যবহারকারীরা কোন তথ্য সঠিক কিনা, তা পরখ করতে পারবেন। ভারতে ২০ কোটি হোয়াটসএ্যাপ ব্যবহারকারী এই ডেটাবেসের সুবিধা পাবেন। -টাইমস অব ইন্ডিয়া
×