ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষেই থাকলেন ওসাকা, সিমোনা উঠে এলেন দুইয়ে

প্রকাশিত: ১২:০৭, ৩ এপ্রিল ২০১৯

শীর্ষেই থাকলেন ওসাকা, সিমোনা উঠে এলেন দুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন বর্তমান বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা নাওমি ওসাকা। জাপানের এ তরুণী এর ঠিক আগের আসর ইন্ডিয়ান ওয়েলসেও আগেভাগে বিদায় নেন। এ কারণে মিয়ামিতে চ্যাম্পিয়ন হতে পারলেই তাকে হটিয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও রোমানিয়ার সিমোনা হ্যালেপের। কিন্তু দু’জনের কেউ ফাইনালে উঠতে পারেননি। তাই শীর্ষস্থানে বহাল আছেন ওসাকা, তবে কেভিতোভাকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিমোনা। আর মিয়ামিতে শিরোপা জিতে সেরা দশে প্রথমবারের মতো ঠাঁই পেয়েছেন অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টি। তিনি এখন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। সেরেনা উইলিয়ামস নেমে গেছেন ১১ নম্বরে! ৫ ধাপ পিছিয়ে তার সহদোরা বড় বোন ভেনাস উইলিয়ামস এখন ৪৮ নম্বরে। গত জানুয়ারিতেই ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন সিমোনা। কিন্তু সে মাসেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেন ওসাকা। কিন্তু এ জাপানী তারকার টানা দুই টুর্নামেন্টে দ্রুত বিদায় সুযোগ করে দিয়েছিল সিমোনাকে শীর্ষস্থান পুনরুদ্ধারের। তবে তিনিও ফাইনাল পর্যন্ত যেতে পারেননি মিয়ামি ওপেনে। এমনকি র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা কেভিতোভাও ব্যর্থ হয়েছেন ফাইনালে উঠতে। সে কারণে শীর্ষস্থান অটুট রয়েছে ওসাকার। তবে তার সঙ্গে ব্যবধান ২৩৯ পয়েন্ট কমিয়ে এনেছেন সিমোনা এবং কেভিতোভাকে একধাপ হটিয়ে এখন দুই নম্বরে জায়গা করে নিয়েছেন। সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে ওসাকা ৬,০২১ পয়েন্ট নিয়ে এক নম্বরে আর সিমোনা ৫৭৮২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। মিয়ামিতে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে একধাপ নিচে নেমে যাওয়া কেভিতোভার পয়েন্ট ৫৬৪৫। এই আসরে ইনজুরির কারণে আগে ভাগে সরে দাঁড়ানোয় ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী সাবেক বিশ্বসেরা সেরেনাও পিছিয়ে গেছেন। তিনি ছিটকে পড়েছেন শীর্ষ ১০ থেকে। একধাপ পিছিয়ে এখন ৩৪৬১ পয়েন্ট নিয়ে সেরেনার অবস্থান ১১ নম্বরে। তবে মিয়ামিতে ফাইনালে ওঠায় আরেক সাবেক বিশ্বসেরা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার দারুণ উন্নতি হয়েছে। ৩ ধাপ এগিয়ে ৫৫৮০ পয়েন্ট নিয়ে তিনি এখন ৪ নম্বরে। একধাপ পিছিয়ে সাবেক বিশ্বসেরা জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এখন ৫ নম্বরে। দুইধাপ এগিয়েছেন হল্যান্ডের তরুণী কিকি বার্টেন্স। ৫০৫০ পয়েন্ট নিয়ে তিনি এখন ৬ নম্বরে। সেরা বিশে আরেকটি বড় লাফ দিয়েছেন এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেইট। তিনি ৫ ধাপ এগিয়েছেন। ২৮৪৫ পয়েন্ট নিয়ে এখন ১৪ নম্বরে এ তরুণী। মিয়ামিতে সেমিফাইনাল খেলার কারণেই এত উন্নতি তার। আর চ্যাম্পিয়ন হওয়া বার্টি প্রথমবারের মতো শীর্ষ দশে উঠে এসেছেন। দুইধাপ এগিয়ে তিনি এখন ৯ নম্বরে। অস্ট্রেলিয়ান এ তারকার পয়েন্ট ৪২৭৫। দুইধাপ করে পিছিয়েছেন এলিনা সিতোলিনা ও স্লোয়ান স্টিফেন্স। তাদের অবস্থান যথাক্রমে ৭ ও ৮। আর একধাপ পিছিয়ে আরিনা সাবালেঙ্কা এখন ১০ নম্বরে। ডেনমার্কের সাবেক বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকির কোন পরিবর্তন হয়নি। তিনি আগের ১৩ নম্বরেই আছেন। ১২ নম্বরে আনাস্তাসিয়া সেবাস্তোভা ও ১৫ নম্বরে জার্মানির জুলিয়া জর্জেস। মিয়ামিতে চমক দেখানো তাইওয়ানের সিয়েহ সু-ওয়েই ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কোর। তিনি ৮ ধাপ পিছিয়ে এখন ৩১ নম্বরে। এছাড়া ৫ ধাপ পিছিয়ে ভেনাস ৪৮ নম্বরে নেমে গেছেন। সর্বাধিক ১৬ ধাপ এগিয়েছেন মারকেতা ভন্দ্রুসোভা। চেক প্রজাতন্ত্রের এ ১৯ বছর বয়সী তরুণী এখন ৪৩ নম্বরে। ব্রিটিশ এক নম্বর জোহানা কন্টাও ৭ ধাপ পিছিয়েছেন, এখন তিনি ৪৫ নম্বরে। সর্বাধিক পিছিয়ে পড়েছেন সাবেক বিশ্বসেরা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিনি ২১ ধাপ পিছিয়ে এখন ৬৭ নম্বরে।
×