ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তা জেলে

প্রকাশিত: ১১:৩৫, ২ এপ্রিল ২০১৯

দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তা জেলে

কোর্ট রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আসামি পক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন আবেদনের শুনানি করেন এবং দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করেন। আসামি নুরুল ইসলাম একসময় মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন। তিনি দুদকে ২০১১ সালের ২৯ আগস্ট ২৯ লাখ ৫৮ হাজার ২২০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকার দেনার হিসাব দাখিল করেন। কিন্তু দুদকের তদন্তে ৬৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায়। ২০১৮ সালের ২ অক্টোবর রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা। ওই বছর ১৩ নবেম্বর হাইকোর্ট এ আসামিকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলেন। সে অনুযায়ী গত ৭ জানুয়ারি ওই আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওইদিন আদালত নথি তলব করে ১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।
×