ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অগ্নিকাণ্ডে কারখানাসহ ৩২ ঘর ও ১৬ দোকান ছাই

প্রকাশিত: ০৯:২৯, ২ এপ্রিল ২০১৯

গাজীপুরে অগ্নিকাণ্ডে কারখানাসহ ৩২ ঘর ও ১৬ দোকান ছাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক অগ্নিকা-ে একটি পোশাক কারখানা, ৩২টি বাড়ি ও ১৬টি দোকানসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। জানা যায়, সোমবার ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকার গরীব এ্যান্ড গরীব পোশাক কারখানার ৬তলা ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি, টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি এবং শ্রীপুরের মাওনা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার দ্বিতীয় তলায় থাকা মালামাল পুড়ে গেছে। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শহরের আটাপট্টি ধর্মতলা রোডে আরএফএলের গুদামে সোমবার বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে অবস্থিত আরএফএলের পরিবেশক মজনুর ৫ তলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত গুদামে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে রক্ষিত আরএফএলের সমুদয় প্লাস্টিকসামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। হতাহতের কোন ঘটনা না ঘটলেও ফায়ার সার্ভিসের দু’জন কর্মী আহত হয়েছেন।
×