ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত

প্রকাশিত: ০৯:২৬, ২ এপ্রিল ২০১৯

দিনাজপুরে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত এবং ২ জন আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রহিম জানান, সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার কমলপুর ইউনিয়নের তাজপুর গ্রামের সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭১) ও তাজপুর বাঙালপাড়ার মুক্তিযোদ্ধা মসির উদ্দীন (৬৮) খয়েরবাড়ী সড়কে পায়চারি করছিলেন। এ সময় পেছন দিক থেকে ১টি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে লুৎফর রহমান ও মসির উদ্দীনকে চাপা দিয়ে পাশের সাইদুর রহমানের টেলিকম দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে লুৎফুর রহমান নিহত হয়। নড়াইলে শিশু নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে রায়হান নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পৌরসভার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরাশুলা গ্রামের কৃষক বশির মোল্লার ছেলে রায়হান তাদের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাটি বহনকারী ট্রলির পেছনের অংশ ধরে ঝুলছিল। এ সময় অবধানতাবশত চালক ট্রাকটি একটু পেছনে নিতে গেলে রায়হান পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা কালেই তার মৃত্যু হয়। লালমনিরহাটে ছাত্র নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বানিনগর-চাপারহাট আঞ্চলিক সড়কের মানিকবাজার নামক স্থানে সোমবার সকাল ১১টায় ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী রানা (১৭) নামে এক এসএসসি ফল প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
×