ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণধর্ষণের শিকার ৬ সন্তানের জননী ॥ আটক দুই

প্রকাশিত: ০৯:২৫, ২ এপ্রিল ২০১৯

গণধর্ষণের শিকার ৬ সন্তানের জননী ॥ আটক দুই

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১ এপ্রিল ॥ সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের মাকে (৩৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার স্বামীকে মারধর করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। একইদিন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীকে ভোট না দেয়ায় এ নির্যাতন চালানো হয় বলে নির্যাতনের শিকার নারী ও তার স্বামীর অভিযোগ। এ ঘটনায় দুই জনকে আটক কারা হয়েছে, তারা হল- ইউসুফ মাঝি ও আবুল বাসার। নির্যাতনের শিকার নারীকে রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল পাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ওই নারী অভিযোগ করেছেন যে, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কিছু লোক তাদের পথ রোধ করেন। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। নির্বাচনে কোন এক প্রার্থীকে ভোট দেয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার বাগবিত-া হয়। এর জের ধরে এই ধর্ষণের ঘটনা বলে ওই গৃহবধূ দাবি করেছেন। হাসপাতালে ভর্তি নির্যাতনের শিকার নারী বলেন, রবিবার দুপুর আড়াইটার দিকে তিনি আর তার স্বামী মোটরসাইকেলে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রতীকে ভোট দেন। এ নিয়ে কেন্দ্রেই কয়েকজনের সঙ্গে তাদের বাগবিত-া হয়। তাদের ওই সময় বাড়ি ফেরার পথে দেখে নেয়ার হুমকি দেয়া হয়।
×