ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাক থেকে ৩০ বছর আগের ২ কোটি টাকা আদায় করল সোনালী ব্যাংক

প্রকাশিত: ০৯:১৫, ২ এপ্রিল ২০১৯

ইরাক থেকে ৩০ বছর আগের ২ কোটি টাকা আদায় করল সোনালী ব্যাংক

ইরাকে ইঙ্গ মার্কিন হামলার পূর্বে ইরাকের একটি সরকারী ব্যাংকের নিকট গচ্ছিত সোনালী ব্যাংকের ২.৫৭ লক্ষ মার্কিন ডলারের সমপরিমাণ প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা আদায় করা হয়েছে। বাগদাদে অবস্থিত রাফিদেইন ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান মিজ খাওলা তালিব জব্বার এর সঙ্গে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল-এর এ বিষয়ে সেটেলমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরকালে সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং ফরেন রেমিটেন্স ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন। ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু মাকসুদ মোঃ ফরহাদের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের এই অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়ায় নিয়োজিত দূতাবাস কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ ইমরান জানান, ইরাকে সার্বিক পরিস্থিতি উন্নত হওয়ায় এবং রাজনৈতিক স্থিতিশীলতা স্বাভাবিক হয়ে আসায় এমন সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিনের পুরোনো অর্থ আদায় করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইরাকের ব্যবসা বাণিজ্য নতুন করে শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে দেশে প্রেরণের সুবিধার্থে রাফিদেইন ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সোনালী ব্যাংকের এ শীর্ষ প্রতিনিধিদলের এতদসংক্রান্ত একটি ড্রয়িং এরেঞ্জমেন্ট স্বাক্ষরের লক্ষ্যে সমঝোতা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের প্রতিনিধিদল ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গবর্নর আব্দুল কাদের মোহাম্মাদ মুন্থার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময়ে বাংলাদেশ ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিবিধ বিষয়ে আলোচনা হয়। -বিজ্ঞপ্তি
×