ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিল্প ও সেবাখাতের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়তে হবে ॥ দীপু মনি

প্রকাশিত: ১০:১৭, ১ এপ্রিল ২০১৯

 শিল্প ও সেবাখাতের  চাহিদা পূরণে দক্ষ  মানবসম্পদ গড়তে হবে ॥ দীপু মনি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সেবার মানসিকতা নিয়ে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। উচ্চশিক্ষার চাহিদা পূরণে সরকার অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। দেশের শিল্প ও সেবা খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়া জরুরী। এক্ষেত্রে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রবিবার চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী কথাগুলো বলেন। দ্য কিং অব চিটাগং কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুর হাসান চৌধুরী নওফেল, পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এনামুল হক শামীম এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও বিজ্ঞান, ব্যবসা প্রশাসন ও কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ৯টি বিভাগের ১৩টি প্রোগ্রাম থেকে উত্তীর্ণ হওয়া ২ হাজার ৮৮ শিক্ষার্থীকে ডিগ্রী প্রদান করা হয়। এছাড়া ৭ শিক্ষার্থীকে প্রদান করা হয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বর্ণপদক। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। সরকার সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উচ্চশিক্ষার পথ সুগম করতে বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন-২০১০ উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে শিক্ষাদান পদ্ধতিকে আরও উন্নত ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মানসিকতা নিয়ে দক্ষ মানবসম্পদ গড়ার কাজ চালিয়ে যেতে হবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান বলেন, সাধারণত শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া শেষ করে চাকরি করার মানসিকতায় বেশি কাজ করে। চাকরি ছাড়া আর কিছু করার কথা আমরা ভাবতে পারি না। এই ভুল ধারণা পাল্টে ফেলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে আমাদের বেশি যত্নবান হতে হবে। মানবিক হওয়াও চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন হয়ে গড়ে উঠলে দেশ ও সমাজকে যেমন সেবা দিতে পারবেন, তেমনিভাবে ব্যক্তি জীবনেও উৎকর্ষ সাধনে সক্ষম হবেন। শিক্ষামন্ত্রী দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী শিক্ষাঙ্গনে পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজনীতির কারণে যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। । মতবিনিময়ের পূর্বে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এনাটমি মিউজিয়াম, ফিশ মিউজিয়াম এবং ল্যাবরেটরি পরিদর্শন করেন।
×