ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিকল্প বিনিয়োগ তহবিলে দুই বছরের লক ইন প্রস্তাব

প্রকাশিত: ০৯:৫০, ১ এপ্রিল ২০১৯

 বিকল্প বিনিয়োগ তহবিলে দুই  বছরের লক ইন প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৫ সালে জারি করা বিকল্প বিনিয়োগ বিধিমালায় প্রস্তাবিত সংশোধনী জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করেছে। এতে মোট ২২টি পরিবর্তন বা সংযোজন প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফান্ডের জন্য বিনিয়োগযোগ্য কোম্পানির সংজ্ঞায় পরিবর্তন, বিকল্প বিনিয়োগ তহবিলে লগ্নির লক-ইনের মেয়াদ হ্রাস, যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বিকল্প বিনিয়োগ তহবিলের ইউনিট কেনাবেচার সুযোগ সৃষ্টি, তহবিল নিবন্ধনের ফি হ্রাস, ঝুঁকি ব্যবস্থাপনায় বিনিয়োগ বৈচিত্র রক্ষা, স্থানীয় মানদণ্ডের বদলে আন্তর্জাতিক হিসাব মানদণ্ড অনুসরণ, তহবিলের মেয়াদ কমানোর সুযোগ অন্যতম। বিকল্প বিনিয়োগে ৩ বছরের লক-ইন ॥ বিকল্প বিনিয়োগ তহবিলে সব ধরনের বিনিয়োগ তিন বছরের জন্য লকড-ইন ছিল। অর্থাৎ তিন বছরের আগে তহবিল থেকে বিনিয়োগ প্রত্যাহার করা যেত না। সংশোধনীতে তা দুই বছরে নামিয়ে আনা হয়েছে। তহবিলের নিবন্ধন ফি ॥ বিকল্প বিনিয়োগ তহবিল গঠনের সময় নিবন্ধন ফি হিসেবে প্রারম্ভিক মূলধনের শূন্য দশমিক ১ শতাংশ ব্যাংক ড্রাফট বা পেমেন্ট অর্ডারের মাধ্যমে কমিশনে জমা দিতে হয়। সংশোধনীতে তা দশমিক শূন্য ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যোগ্য বিনিয়োগকারী ॥ বিকল্প বিনিয়োগ তহবিলে যোগ্য বিনিয়োগকারী (ইআই) হিসেবে কারা বিনিয়োগ করতে পারবেন, সেখানেও কিছু পরিবর্তন এসেছে। বর্তমানে নিবন্ধন থাকলেই পেনশন, প্রভিডেন্ট, সুপারএ্যানুয়েশন ফান্ড ও ট্রাস্ট ফান্ড বিকল্প বিনিয়োগের জন্য ইআই (এলিজেবল ইনভেস্টর) বিবেচিত হচ্ছে। সংশোধনীতে কমিশন অনুমোদিত পেনশন ফান্ড, সুপার এ্যানুয়েশন ফান্ড ও গ্র্যাচ্যুইটি ফান্ডকে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগে যোগ্যতা ॥ পরিচালন কার্যক্রম শুরুর প্রথম তিন বছরের মধ্যে সম্ভাবনাময় স্টার্ট আপ কোম্পানিগুলোয় বিনিয়োগ করতে পারবে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। আগে এটি ছিল দুই বছর। অন্যদিকে প্রাইভেট ইক্যুইটি বিনিয়োগের জন্য কমপক্ষে তিন বছর ব্যবসা করা প্রাইভেট কোম্পানি বেছে নিতে হবে। তহবিল বিনিয়োগে শর্ত ও বিধি নিষেধ ॥ বিকল্প বিনিয়োগ তহবিল থেকে বিনিয়োগের শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে বলা রয়েছে, তহবিলের অন্তত ৭৫ শতাংশ অর্থ যোগ্য ক্যাটাগরির তালিকাবহির্ভূত কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। এ ধরনের বিনিয়োগ বিলম্বিত হলে অব্যবহৃত অর্থ মানি মার্কেটে সর্বোচ্চ এক বছরের জন্য বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তহবিলের সর্বোচ্চ ২৫ শতাংশ অর্থ তালিকাভুক্ত সিকিউরিটিজ, অন্য তহবিল ব্যবস্থাপকের অধীনে পরিচালিত বিকল্প বিনিয়োগ তহবিলের ইউনিট কিংবা মানি মার্কেটে বিনিয়োগ করা যাবে। তবে মানি মার্কেটে স্বাভাবিক এ বিনিয়োগ তহবিলের ১০ শতাংশ ছাড়াবে না। এছাড়া কোন তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ তহবিলের ৫ শতাংশ ছাড়াবে না। একক কোন তালিকাবহির্ভূত যোগ্য পোর্টফোলিও কোম্পানিতে (ভেঞ্চার, প্রাইভেট ইক্যুইটি বা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট) বিনিয়োগ কোনভাবেই তহবিলের ২৫ শতাংশ ছাড়াবে না। তহবিলের তালিকাভুক্তি ও ইউনিট হস্তান্তর ॥ বর্তমানে বিকল্প বিনিয়োগ তহবিল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে না। সংশোধনীতে এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তির সুযোগ রাখা হয়েছে। বিকল্প বিনিয়োগ তহবিল থেকে সর্বশেষ দফায় মূলধন গ্রহণের দুই বছরের মধ্যে কোন পোর্টফোলিও কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির আবেদন করতে পারবে না, এ নিয়ম বহাল রয়েছে। তহবিলের মেয়াদ ॥ বিকল্প বিনিয়োগ তহবিল ৫ থেকে ১৫ বছর মেয়াদের জন্য গঠিত হবে। তহবিল গঠনকালেই এর ঘোষণা দিতে হয়। গঠনকালীন নথিপত্র সমর্থন করলে দুই-তৃতীয়াংশ ইউনিটের মালিকদের সম্মতি ও কমিশনের অনুমোদনের ভিত্তিতে এ মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। ইনভেস্টমেন্ট গাইডলাইন ও অভ্যন্তরীণ অনুমোদন ॥ বিকল্প বিনিয়োগ তহবিল ব্যবস্থাপকের দায়িত্বের মধ্যে উপবিধি ১০-এ বলা হয়েছিল, ইনভেস্টমেন্ট গাইডলাইন অনুসারে সব বিনিয়োগ করতে হবে এবং তহবিল ছাড়ের আগে ইনভেস্টমেন্ট কমিটি ও ট্রাস্টির অনুমোদন নিতে হবে। সংশোধনীতে বলা হয়েছে, সব বিনিয়োগ ইনভেস্টমেন্ট গাইডলাইনের ভিত্তিতে হতে হবে।
×