ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌমহড়ায় অংশ নিতে নৌবাহিনী জাহাজের চীন যাত্রা

প্রকাশিত: ১১:৩০, ৩১ মার্চ ২০১৯

নৌমহড়ায় অংশ নিতে নৌবাহিনী জাহাজের চীন যাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চীনে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে অংশ নিতে বাংলাদেশের পক্ষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘প্রত্যয়’ শুক্রবার চট্টগ্রাম ত্যাগ করেছে। জাহাজটি নৌঘাঁটি ত্যাগের সময় নৌবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল যন্ত্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমোডর এম কামরুল হক চৌধুরী ও অন্যান্য নৌ কর্মকর্তা এবং জাহাজটিতে গমনকারী নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। নৌবাহিনী সূত্রে জানানো হয়, আগামী ২২ থেকে ২৫ এপ্রিল চীনে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউর মহড়া অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ ও যুদ্ধবিমান অংশ নেবে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়-এর অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন এমএম মেহেদী হাসান এবং আরও কর্মকর্তাসহ ১১৭ নৌ সদস্য। জাহাজটি আগামী ২৮ মে দেশে ফেরার কথা রয়েছে।
×