ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁচাবাজারের পর আগুন লাগে গুলশানের ডেল্টা ভবনে

প্রকাশিত: ১১:০০, ৩১ মার্চ ২০১৯

কাঁচাবাজারের পর আগুন লাগে গুলশানের ডেল্টা ভবনে

স্টাফ রিপোর্টার ॥ গুলশান কাঁচাবাজারের আগুন নেভানোর পরই আগুন লাগে পাশের ডেল্টা ভবনে। গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন ও ধোঁয়ার কারণে ভবনের অনেকেই আতঙ্কিত হয়ে ভবনের নিচে নেমে আসেন। শনিবার ৩টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ভবনটির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ডেল্টা লাইফের চার তলায় অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার অফিস। সেই ফ্লোরের উত্তর দিকের একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়। ভবনটির নিজস্ব হাইড্রেন্ট ও ফায়ার ফাইটিং ইউনিট দিয়ে আগুন নেভানো হয়। ভবনটির প্রকৌশলী আরিফ হোসেন বলেন, চার তলার কোনার দিকে একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়। আমরা নিজেদের ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। আমাদের ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে। ভবনটির চতুর্থ তলায় থাকা একটি স্টোরের লাইট বিস্ফোরিত হয়ে সেখানে আগুন ধরে যায়। দমকল বাহিনীর আবুল কালাম আজাদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনটির চার তলার সার্ভার রুমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়েই আমরা চিলে আসি। তবে ততক্ষণে আগুন নিভে গেছে। আমরা দেখেছি, ভবনটির এই ফ্লোরে ভেন্টিলেশনের কোন ব্যবস্থা নেই। আর পুরো ভবনেই ইলেক্ট্রিক ডোর লক করা আছে। ফলে আগুন লাগার খবরে বিদ্যুত সংযোগ বন্ধ করে দেয়ায় এই ডোর লকের কারণে ফায়ার কর্মীরাও তাৎক্ষণিক ওপরে যেতে পারেননি। হাইরাইজ ভবন হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ভবনটিতে নেই। এখন ভবনটি তল্লাশি করা হবে। ভবনটিতে কী কী অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে আর কী কী নেই তা এখন খতিয়ে দেখা হবে। এ সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনেন্সর মিজানুর রহমান বলেন, ভবনটির এক কক্ষে টিউবলাইট বিস্ফোরণ হয়ে আগুন লাগে। আগুন লাগার পর আমাদের যেতে বলা হলো ২-৩ মিনিট পর তারাই ফোন দিয়ে বলল যেতে হবে না। ভবনটির কর্মকর্তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×