ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোসেনপুরে মূল আসামিরা নেই চার্জশীটে ॥ প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৩০, ৩১ মার্চ ২০১৯

হোসেনপুরে মূল আসামিরা নেই চার্জশীটে ॥ প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ মার্চ ॥ হোসেনপুরে প্রকাশ্যে ব্যবসায়ী আলম হত্যা মামলার তালিকাভুক্ত মূল আসামিদের বাদ দিয়ে চার্জশীট প্রদানের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শনিবার দুপুরে হোসেনপুর উপজেলার ডাংরি গ্রামে মানববন্ধনে শত শত বিক্ষুব্ধ নারী-পুরুষ অংশ নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে মূল আসামিদের অন্তর্ভুক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ সময় বিক্ষুব্ধরা জানায়, সিআইডি পুলিশ কর্মকর্তা (মামলার আইও) সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ার আসামিদের সঙ্গে আঁতাত করে মামলার এজাহারে তালিকাভুক্ত ৩নং আসামি চাঁন মিয়া, ৫নং আসামি রুবেল মিয়া, ৬নং আসামি আবু রায়হান, ৭নং আসামি জাকির হোসেন, ১০নং আসামি ফজলুল হক, ১১নং আসামি আঃ হাকিম, ১২নং আসামি এনামুল হক, ১৩নং আসামি মোঃ আলমগীর হোসেন, ১৪নং আসামি মোঃ ফারুক মিয়ার নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করে। এতে করে এ হত্যাকা-ে জড়িত মূল আসামিরাই বাদ পড়ে যায়। সঠিক তদন্তের মাধ্যমে মূল আসামিদের অন্তর্ভুক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। জানা যায়, ঘটনার আগের দিন নিহত আলমের সঙ্গে রাজনের পাওনা টাকা নিয়ে তর্র্কাতর্কি হয়। পরে এরই জের ধরে ২০১৮ সনের ৬ আগস্ট দুপুরে হোসেনপুরের গাঙ্গাটিয়া বাজারে পূর্ব পরিকল্পিতভাবে চাঁন মিয়া ও আলমগীরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফিশারি ব্যবসায়ী আলমের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
×