ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৫ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

প্রকাশিত: ০৯:২৯, ৩০ মার্চ ২০১৯

 চট্টগ্রামে ৫ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে ৫ দিনব্যাপী স্বাধীনতা উৎসব অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম একাডেমি আয়োজিত স্বাধীনতা উৎসব ২২ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ শেষ হয়। উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক সাংস্কৃতিক কর্মী এ উৎসবে অংশ নেয়। অনুষ্ঠানের চতুর্থ দিন ২৫ মার্চ ঐতিহ্যবাহী সৃজনছন্দ সাংস্কৃতিক সংঘের দলীয় সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিশিষ্ট সুরকার অশোক সেন গুপ্তের দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এরপর নারীর ওপর লাঞ্ছনা, অপমান ও অত্যাচারের প্রতিবাদে এবং চা বাগানের শ্রমিকদের বৈষম্যের ওপর গণসঙ্গীত পরিবেশন করে। এ ছাড়াও সৃজনছন্দ সাংস্কৃতিক সংঘের শিল্পীরা দেশের বিভিন্ন জেলার সংস্কৃতির ওপর লেখা তিনটি লোকসঙ্গীত পরিবেশন করে। এতে অংশগ্রহণ করে কণ্ঠশিল্পী বৃষ্টি, রিয়া, নিউটন, লিটন, অসীম, পিংকী, তুষ্টি, বিশাখা। সৃজনছন্দ সাংস্কৃতিক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিমলী দাশ ও তাপস দাশ। শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সহায়তা করেন কী-বোর্ডে তমাল চক্রবর্তী ও তবলায় অণিক দাশ। যন্ত্রশিল্পীদের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। সৃজনছন্দ সাংস্কৃতিক সংঘের পক্ষে দলপ্রধান হিসেবে শিমলী দাশ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
×