ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে মাইক্রো অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ০৯:১৩, ৩০ মার্চ ২০১৯

 কক্সবাজারে মাইক্রো অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এনজিও সংস্থার ব্যবহৃত গাড়ি ও অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। তবে এনজিও’র রক্তাক্ত ওই চালক পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় এনজিও সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের ব্যবহৃত নোহা গাড়ির সঙ্গে টেকনাফ হতে শাপলাপুরগামী একটি নাম্বারবিহীন অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অটোরিক্সার চালক মারিশবনিয়ার মোহছেন আলীর পুত্র সরওয়ার আলম (২৭) মারা যায়। আমতলীতে যুবক নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমতলীর উরসিতলা নামকস্থানে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন নামের (২৮) এক যুবক নিহত ও তার বন্ধু জামাল (২৯) গুরুতর আহত হয়েছে। আহত যুবককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের ফারুক মৃধার ছেলে শাহিন মৃধা সিঙ্গার কোম্পানির বিক্রয় প্রতিনিধি। বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী থেকে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের উরসিতলা নামকস্থানে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীন ও জামাল গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পরেই শাহিনের মৃত্যু হয়। অপর আহত জামালকে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বরিশালে ট্রাক উল্টে ধান ক্ষেতে স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বেনাপোল থেকে বরিশালগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক শুক্রবার ভোরে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ধান ক্ষেতে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেনাপোল থেকে বরিশালগামী পেঁয়াজ বোঝাই ট্রাক যশোর গোপালগঞ্জ-বরিশাল মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী বাইপাস এলাকা অতিক্রমকালে শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের ধান ক্ষেতে পরে যায়। ট্রাক চালক আজিজুল ইসলাম ও হেলপার রহমত আলী জানান, চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×