ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সঙ্গে তাল মেলাতে সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছে ॥ দীপু মনি

প্রকাশিত: ০৯:৩১, ১১ মার্চ ২০১৯

 বিশ্বের সঙ্গে তাল মেলাতে সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়েছে ॥ দীপু মনি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখ হাসিনার সরকার শিক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। জাতীয় বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে। বছরের প্রথম দিনে ৩৫ কোটি নতুন বই বিতরণ করা হচ্ছে। প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা ও উপবৃত্তি প্রদানের পাশাপাশি গঠন করা হয়েছে শিক্ষা সহায়তা ট্রাস্ট। উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য করতে নেয়া হয়েছে একাধিক উদ্যোগ। বেসরকারী বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে সে আইন মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। রবিবার চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী কথাগুলো বলেন। নগরীর নাসিরাবাদে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন কথা সাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া বক্তৃতা করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ও উপাচার্য মু. সিকান্দার খান।
×