ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্ভিদের জাত সংরক্ষণ বিল উত্থাপন

প্রকাশিত: ০৯:৩০, ১১ মার্চ ২০১৯

 উদ্ভিদের জাত সংরক্ষণ বিল উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ উদ্ভিদের জাত সংরক্ষণ, নিবন্ধন, প্রজননবিদ ও কৃষকের অধিকার এবং আনুষঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানে প্রস্তাব করে রবিবার জাতীয় সংসদে উদ্ভিদের জাত সংরক্ষণ বিল-২০১৯ উত্থাপন করা হয়েছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিলটি উত্থাপন করেন। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৪৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বিলের বিধান কার্যকর হওয়ার পর গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে কর্তৃপক্ষের কার্যালয় স্থাপন, কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী, পরিচালনা ও প্রশাসন, দশ সদস্যের পরিচালনা বোর্ড গঠন, বোর্ডের সভা, কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ, রেজিস্ট্রার নিয়োগ, কর্মচারী নিয়োগ ইত্যাদি।
×