ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে দখল মুক্ত হলো হজিরকাটা সরকারী খাল

প্রকাশিত: ০৯:১২, ১১ মার্চ ২০১৯

  অবশেষে দখল মুক্ত হলো হজিরকাটা সরকারী  খাল

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশেমপুর গ্রামের হজিরকাটা সরকারী রেকডীয় খালটি অবশেষে জবরদখল মুক্ত হয়েছে। রবিবার সকালে স্থানীয় ইউপি সদস্য সত্তার মোল্লার সহযোগিতায় বাগেরহাট সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইসহাক উদ্দিন ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে খালটি দখল মুক্ত করা হয়। এ খালটি জবরদখল মুক্ত হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। এর আগে খালটি দখল মুক্ত করার জন্য স্থানীয় ইউপি সদস্য আঃ সত্তার মোল্লা ও গ্রামবাসী সম্মিলিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন। কুলিরজোড় নদী থেকে শুরু করে হজি নদী পর্যন্ত কাশেমপুর গ্রামের পাশ দিয়ে তিন কিলোমিটার লম্বা এই সরকারী খালটি বছরের পর বছর এক শ্রেণীর প্রভাবশালী দখল করে বেড়িবাঁধ দিয়ে বেআইনীভাবে মাছ চাষ করত। প্রভাবশালী হওয়ায় গ্রামের অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। এতে ৫ গ্রামের হাজার হাজার কৃষক পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। ঘেরের ও ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
×