ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৩৬ শতাংশ

প্রকাশিত: ১১:৩৭, ১০ মার্চ ২০১৯

 ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৩৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ কোটি টাকা বা ৩৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১০০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ কেটি ৫৬ লাখ টাকা বা ৩৬ শতাংশ কম। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। ব্যাংকটির ৪৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ কোটি ৬ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ৯৭ লাখ টাকার, সিঙ্গার বিডির ২ কোটি ২২ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৫৩ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ১০ লাখ টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫ কোটি ৯৪ লাখ টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, বিডিকমের ১৬ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩০ লাখ টাকার, ওয়াইম্যাক্সের ৯৮ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৪৭ লাখ টাকার, দেশ গার্মেন্টসের ৬ লাখ টাকার, ইফাদ অটোসের ৪৬ লাখ ৮৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৮৬ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১ কোটি ২১ লাখ টাকার, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ টাকার, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ডের ২৮ লাখ টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ১৭ লাখ টাকার, ফরচুন সুজের ১০ লাখ টাকার, গ্রামীণফোনের ২ কোটি ৪৯ লাখ টাকার, আইডিএলসির ৬ লাখ ৮০ হাজার টাকার, অলিম্পিকের ১৬ লাখ ৮৫ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭ লাখ টাকার ও ডরিন পাওয়ারের ১ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
×