ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোটাধিকার নিশ্চিতে কঠোর অবস্থান নিন

প্রকাশিত: ১০:০৩, ১০ মার্চ ২০১৯

ভোটাধিকার নিশ্চিতে  কঠোর অবস্থান নিন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আজ রবিবার থেকে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ভোট উৎসবে পরিণত করতে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করুন। প্রার্থীর মুখ দেখে কোন অনিয়ম বা নৈরাজ্যকে প্রশ্রয় দিবেন না। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোন মন্ত্রী-এমপি যেন কোন প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে। এই নির্দেশনা আমাদের সবাইকে মানতে হবে। শনিবার ১৪ দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় উপজেলা পরিষদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা আশা করব এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। বিএনপির ভোট বর্জনের সংস্কৃতি যেকোন মূল্যে রুখতে হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন যে শক্ত অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের প্রশাসন ভোটকেন্দ্রে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করবে।
×