ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজস্থানে মিগ-২১ বিধ্বস্ত

প্রকাশিত: ০৯:৩০, ৯ মার্চ ২০১৯

 রাজস্থানে মিগ-২১ বিধ্বস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ যান্ত্রিক গোলযোগের কারণে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ রাজস্থানে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের পাইলট আগেই বেরিয়ে যেতে সক্ষম হন। রাজস্থানে বিকানের জেলার শোভা সার কি ধানি এলাকায় শুক্রবার বিকেলে ওই জঙ্গী বিমানটি বিধ্বস্ত হয়। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ন্যাশনাল এ্যারোস্পেস ল্যাবরেটরিস (এনএএল) থেকে সেটি আকাশে উড়েছিল। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্যে আকাশে একটি পাখির সঙ্গে সংঘর্ষের পর জঙ্গী বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছিল বলে জানা গেছে। গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মীর সীমান্তে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আকাশ লড়াইয়ের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ বিধ্বস্ত হয়। -এনডিটিভি
×