ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে বন্দুকযুদ্ধ তিন মামলা ॥ চার ডাকাতকে জেলে প্রেরণ

প্রকাশিত: ০৯:২৩, ৯ মার্চ ২০১৯

 সীতাকুন্ডে বন্দুকযুদ্ধ  তিন মামলা ॥ চার  ডাকাতকে জেলে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ৮ মার্চ ॥ সীতাকুন্ডে পুলিশ-ডাকাত সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করে। মামলায় আটককৃত ডাকাত ছাড়াও আরও পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়। জানা গেছে, বুধবার রাতে উপজেলার সলিমপুর ফকিরহাট কাজিরপাড়ায় দেওয়ানজি মসজিদের পার্শ্বে দরবেশ ইউছুফ আলীর বাড়ির এক আধাপাকা ঘরে অস্ত্রসহ একদল ডাকাত অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পুলিশের টিমও গুলি চালায় এবং চারদিক থেকে ডাকাত দলের আস্তানা ঘিরে রাখে। ঘরটির ভেন্টিলেটর কেটে কয়েক পুলিশ সেখানে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও গুলি ছোড়ে। এ সংঘর্ষে মডেল থানার ওসি দেলওয়ার হোসেনসহ ১০ পুলিশ আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ৪ ডাকাতকে পুলিশ ধরতে সক্ষম হয়। পরে ডাকাতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
×