ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিশ বছর পর নিজ গ্রামে লাশ হয়ে ফিরলেন তোফাজ্জল

প্রকাশিত: ০৯:২২, ৯ মার্চ ২০১৯

 বিশ বছর পর নিজ গ্রামে লাশ হয়ে ফিরলেন তোফাজ্জল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিশ বছর পর নিজবাড়ি ফিরছিলেন তোফাজ্জল হোসেন। তবে বাড়ি ফিরলেও জীবিত অবস্থায় ফিরতে পারলেন না। পথেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়লেন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে নীলফামারী রেলস্টেশনে ডোমারগামী রকেট মেইল ট্রেনে। রেল পুলিশ সূত্র জানায়, তোফাজ্জল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খুটামারা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তার মোবাইল থেকে বাড়ির ঠিকানা পেয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পারিবারিক সূত্র জানায়, এলাকার এক মেয়েকে ভালবেসে বিয়ে করতে চেয়েছিলেন তোফাজ্জল। কিন্তু সে বিয়ে তার হয়নি। তোফাজ্জলের বয়স সে সময় ২০ বছর ছিল। এরপর তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে নিরুদ্দেশ হন। এরপর দীর্ঘ ১৮ বছর বাড়ির স্বজনের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। গত দুই বছর থেকে মোবাইলে বাড়ির স্বজদের সঙ্গে তার যোগাযোগ স্থাপন হলেও সে কোথায় থাকে তার ঠিকানা তিনি গোপন রাখেন। তবে তোফাজ্জলের স্বজন একই গ্রামের মনোয়ার হোসেন জানান, তার অবস্থান আমরা জয়পুরহাট শহরে বলে জানতে পারি। সেখানেই তিনি চিরকুমার হিসেবে একাই বসবাস করে আসছিলেন। হঠাৎ করে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করায় বাড়ি ফিরে আসার কথা জানান। তাই ২০ বছর পর নিজের গ্রামে ফিরে আসার জন্য বৃহস্পতিবার রাতে জয়পুরহাট রেলস্টেশনে রকেট মেইলে নীলফামারীর ডোমার স্টেশন পর্যন্ত টিকেট কেটে ট্রেনে চেপে বসেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় তার ডোমার রেলস্টেশনে এসে নামবার কথা ছিল। কিন্তু ট্রেনটি যখন নীলফামারী রেলস্টেশন থেকে ডোমারের দিকে ছেড়ে যায় সে সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেনেই মারা যান তিনি।
×