ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে কাউন্সেলিং প্রদান করতে জাতীয় নীতিমালা হচ্ছে

প্রকাশিত: ১০:৫৪, ৭ মার্চ ২০১৯

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে কাউন্সেলিং প্রদান করতে জাতীয় নীতিমালা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের নির্দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কাউন্সেলিং সেবা প্রদান করতে জাতীয় নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সম্প্রতি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার পর আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই নীতিমালা প্রনয়নের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। ভিকারুননিসায় শিক্ষার্থীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই হাইকোর্ট একটি কমিটি গঠন করে দিয়ে এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছিলেন। পাশাপাশি ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করেও প্রতিবেদন দিতে বলা হয়েছিল কমিটিকে। পাঁচ সদস্যের কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিবের নিচে নয়, এমন একজন প্রতিনিধি, শিক্ষাবিদ, মনোবিদ ও আইনবিদকে রাখতে বলা হয়েছিল। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আদালতের আদেশের পর ব্যারিস্টার অনীক আর হক বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি জাতীয় নীতিমালা প্রণয়নে অতিরিক্তি শিক্ষা সচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত। এবার নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা আদেশে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সুইসাইড/বুলিংসহ যে কোন ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হলো। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী এক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুইসাইড/বুলিংসহ যে কোন ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত একটি জাতীয় নীতিমালার খসড়া মতামতসহ মন্ত্রণালয়ে দাখিল করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবুল আমিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মাকসুদা হোসেন, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোল্যা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন ও রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক। সদস্য সচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক)।
×