ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২ জন ৫ দিনের রিমান্ডে

সাত শ’ পিস স্বর্ণবার চোরাচালানের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

প্রকাশিত: ১১:০০, ৫ মার্চ ২০১৯

সাত শ’ পিস স্বর্ণবার চোরাচালানের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরী ও মীরসরাইয়ে রবিবার পুলিশের পৃথক অভিযানে সাত শ’ পিস (৭৪ কেজি) স্বর্ণের বার আটক করা হলেও এ ঘটনার নেপথ্যের গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে ইতোমধ্যেই পুলিশী তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, স্বর্ণের এ চালান মূলত এসেছে আকাশ পথে দুবাই থেকে। ২৪ ক্যারেট ওজনের যে সাত শ’ পিস স্বর্ণের বার আটক হয়েছে এগুলোর প্রত্যেকটির গায়ে দুবাইয়ের সিল রয়েছে। দুবাই থেকে আসা চোরাচালানের এ স্বর্ণ মূলত চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের প্রচেষ্টা ছিল। সূত্রে জানা গেছে, মিতসুবিশি আউটল্যান্ডার জীপ ও একটি প্রাইভেটকারযোগে এ স্বর্ণের চালান সড়ক পথে নেয়া হচ্ছিল। এ ঘটনায় আটক যারা এরা মূলত সকলেই ক্যারিয়ার। এদেরকে যেভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে তারা ঠিক সেভাবে কাজ করেছে। জানা গেছে, আউটল্যান্ডার জীপটি এসেছে ঢাকার বাইতুল মোকাররম এলাকা থেকে। রবিবার রিয়াজুদ্দিন বাজার এলাকা থেকে স্বর্ণের এ চালান জীপ ও কার বোঝাই হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের মধ্যে মীরসরাই থেকে গ্রেফতারকৃত ২ জন অর্থাৎ করিম খান কালু ও রাকিবকে চট্টগ্রাম জুনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল্লাহ কায়সারের আদালতে সোপর্দ করার পর পাঁচ দিনের রিমান্ড প্রদান করা হয়েছে। পুলিশের পক্ষে এদের প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্বর্ণের বারগুলো আকাশ নাকি নৌপথে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুবাই থেকে যে এসেছে তা নিশ্চিত। মীরসরাইয়ে গ্রেফতারকৃত দুই আসামি পেশাদার চোরাচালানির সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে স্থানে স্বর্ণের এ চালান ধরা পড়েছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। পার্বত্য এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগস্থল বারৈয়ারহাট। এ এলাকায় একটি চেকপোস্ট স্থাপন প্রয়োজন বলে তিনি মত ব্যক্ত করেন। স্বর্ণ চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত টিম মাঠে নেমেছে। উল্লেখ্য, রবিবার নগরীর সিআরবি এলাকা ও মীরসরাই থেকে যে ৭শ’ পিস স্বর্ণের বার আটক হয় তার বাজার মূল্য কমপক্ষে ২৮ কোটি টাকা। তবে বেসরকারী বিভিন্ন পর্যায়ে এর মূল্য ৩২ কোটি টাকা হবে বলে ধারণা দেয়া হয়েছে।
×