ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এপ্রিলে এটমেক্সপো হবে রাশিয়ায়

প্রকাশিত: ০৯:১০, ১ মার্চ ২০১৯

এপ্রিলে এটমেক্সপো হবে রাশিয়ায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ১১তম আন্তর্জাতিক আণবিক শক্তি ফোরাম এটমেক্সপো-২০১৯। এবারের মূল প্রতিপাদ্য আধুনিক পরমাণু শক্তি প্রযুক্তি। দুই দিনব্যাপী অনুষ্ঠানে কার্বনমুক্ত এনার্জি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের প্রতি দায়িত্বশীল আচরণ, ‘গ্রিন’ বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বসহ বিভিন্ন সমসাময়িক বৈশ্বিক ইস্যু স্থান পাবে। বেসরকারী বার্তা সংস্থা রোসাটম সূত্রে জানা গেছে, বাংলাদেশসহ বিশ্বের ৬০টির অধিক দেশ থেকে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি এবারের এটমেক্সপোতে অংশগ্রহণ করবে। পরমাণু শিল্পের নেতা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, রুশ ও অন্যান্য বিদেশী কোম্পানি এবং আধুনিক পারমাণবিক বিজ্ঞানে বিশেষজ্ঞরা ফোরামে তাদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণগুলো অন্যদের সঙ্গে বিনিময় করবেন। এনার্জি উৎপাদনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে এনার্জি বহির্ভূত খাতে পারমাণবিক এবং রেডিয়েশন প্রযুক্তির ব্যবহার নিয়ে অনুষ্ঠিত হবে গোল টেবিল বৈঠক এবং আলোচনা সেশন। এটমেক্সপোর পার্টনারের মধ্যে রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (আইএইএ), ওইসিডি আণবিক শক্তি এজেন্সি, ওয়ার্ল্ড এ্যাসোসিয়েশন অব নিউক্লিয়ার অপারেটরস (ওয়ানো) এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার এ্যাসোসিয়েশন। ফোরাম চলাকালীন বর্তমানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর বিজনেস সেশন আয়োজন করবে। গতবছর অনুষ্ঠিত এটমেক্সপোতে ৬৮টি দেশের চার হাজারেরও অধিক প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী কোম্পানির সংখ্যা ছিল ৬শ’। ফোরামের সাইড লাইনে বাণিজ্যিক, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব সংক্রান্ত মোট ৩৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৩ হাজার বর্গমিটারের অধিক স্থানজুড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×