ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আওয়ামী লীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৯:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

রাজশাহীতে আওয়ামী লীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরের রানীবাজর এলাকায় পূর্ব দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি দোকানও ভাংচুর করা হয়। খবর পেয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দু’পক্ষই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে মোল্লা অটো নামের একটি দোকানে গিয়ে হঠাৎ হামলা ও ভাংচুর করে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার সমর্থকরা। খবর পেয়ে আরেক নেতার সমর্থকরা সেখানে উপস্থিত হলে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে উত্তেজনা বাড়তে থাকলে সেখানে ছুটে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, কয়েকদিন আগে গণকপাড়া এলাকায় বল কেনা নিয়ে দুই যুবকের হাতাহাতি হয়েছিল। এ নিয়ে সকালে মোল্লা অটোর সামনে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে মোল্লা অটোতে হামলা করে ভাংচুর করলে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
×