ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সস্তা বিদেশী ঋণের লাগাম টানল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০৯:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

সস্তা বিদেশী ঋণের লাগাম টানল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে সস্তা সুদের বিদেশী ঋণের লাগাম টেনে ধরল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অফসোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিনিয়োগের জন্য বিদেশী তহবিল সংগ্রহ করলেই তার বিপরীতে সিআরআর ও এসএলআর সংরক্ষণ করতে হবে। যারা এ ব্যাংকিংয়ে ঋণ গ্রহণ করবেন তাদের নাম ও প্রতিষ্ঠানকেও বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) সংরক্ষণ করতে হবে। গত সোমাবার অফসোর ব্যাংকিং নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ওবিইউ-এর মাধ্যমে যে তহবিল আনা হবে তার ওপর বিদ্যমান হারে অর্থাৎ সাড়ে ১৮ শতাংশ হারে সিআরআর ও এসএলআর সংরক্ষণ করতে হবে। এ তহবিলের মাধ্যমে বিতরণকৃত ঋণগ্রহীতাদের তথ্য সিআইবিতে অন্তর্ভুক্ত করতে হবে। ওবিইউ-এর মাধ্যমে বিনিয়োগ করতে চাইলে তিন মাসের মধ্যে এ জন্য আলাদা লাইসেন্স নিতে হবে। এ নীতিমালার আলোকে ব্যবসা শুরু করার জন্য ব্যাংকগুলোকে ছয় মাসের সময় দেয়া হবে।
×