ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে লিগ্যাসি ফুটওয়্যার

প্রকাশিত: ১১:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে লিগ্যাসি ফুটওয়্যার

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৮ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮৫ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.২৩ টাকা। এদিকে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ০.৩৪ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৪৩ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×