ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুলনাহীন মাতৃস্নেহ

প্রকাশিত: ১০:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

তুলনাহীন মাতৃস্নেহ

মায়ের স্নেহের তুলনা নেই। সে কথা আবারও প্রমাণ করলেন ব্রিটেনের অ্যাডা কেটিং নামে ৯৮ বছর বয়সী এক মা। ৮০ বছর বয়সী ছেলেকে দেখাশোনা করতে তিনি লিভারপুলে বৃদ্ধাশ্রমে গেছেন। মা-ছেলের উপস্থিতিতে সবকিছুই যেন স্বাভাবিক হয়ে ওঠে। অ্যাডার স্বামী হ্যারি, মারা গেছেন অনেকদিন আগে। এই দম্পতির চারটি সন্তান টম, বারবারা, মার্গি এবং জ্যানেট। টম ছিলেন একজন পেইন্টার। কয়েক বছর আগে যখন তিনি ওল্ডহোমে যান তখন তার অনেক সেবাযত্নের দরকার ছিল। এ দায়িত্ব শেষ পর্যন্ত মা নিজেই গ্রহণ করেন। ওল্ড হোমে মা ছেলে হয়ে ওঠেন অবিচ্ছেদ্য। তারা একসঙ্গে খেলাধুলা করেন এবং টিভি অনুষ্ঠান দেখেন। অ্যাডা বলেন, আমি টমকে প্রতিদিন রাতে শুভ রাত্রি জানাই এবং প্রতিদিন সকালে শুভ সকাল বলি। অ্যাডা কর্মজীবনে একজন নার্স ছিলেন। তিনি বলেন, আমি যখন কোন কাজে বাইরে যাই সে আমার জন্যে অপেক্ষা করে এবং আমাকে ফিরে আসতে দেখলে কাছে এসে জড়িয়ে ধরত। টম এখন বেশ খুশি এবং সুস্থ, তিনি জানান, এখানকার সবাই বেশ ভাল এবং আমি আমার মাকে এখানে পেয়ে বেশ খুশি। সে এখন আমার দেখাশোনা করে এবং আমার সঙ্গেই থাকে। মাঝে মাঝেই সে আমাকে শাসন করে বলে নিজেকে সামলে নিতে! প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন, টম এবং তার মাকে পেয়ে আমরা বেশ খুশি। - ইন্ডেপেন্ডেন্ট
×