ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজিবির গুলিতে পিতার মৃত্যু ॥ স্মৃতির বিয়ে অনিশ্চিত

প্রকাশিত: ১১:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 বিজিবির গুলিতে পিতার মৃত্যু ॥ স্মৃতির বিয়ে  অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ ফেব্রুয়ারি ॥ ‘হলুদ মাখা হলো না অষ্টাদশী স্মৃতি আকতারের। সে স্বপ্নে বিভোর ছিল বুধবার তার গায়ে হলুদ দিতে আসবে বর পক্ষ। মঙ্গলবার বিজিবির ছোড়া গুলি কেড়ে নিল তার স্বপ্ন। হারিয়ে গেল তার বাবা। পরপারে চলে গেল আরও দুটি প্রাণ।’ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের সাদেক আলীর মেয়ে স্মৃতি আকতারের বিয়ের দিন তারিখ পাকা হয়েছিল। বুধবার ছিল গায়ে হলুদ। বাবার সম্বল ছিল একটি গরু। বিয়ের খরচ যোগাতে সাদেক ওইদিন গরুটি বিক্রি করতে রওনা দিয়েছিলেন যাদুরানী বাজারে। পথিমধ্যে তাকে লাশ হয়ে ফিরতে হয়েছে। পিতার মৃত্যুতে স্মৃতির বিয়ে এখন অনিশ্চিত হয়ে পড়েছে। স্মৃতি আকতার পিতার মৃত্যুতে কাঁদতে কাঁদতে এখন পাথর হয়ে গেছে।
×