ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবাধিকার পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি ॥ কাজী রিয়াজুল

প্রকাশিত: ১১:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 মানবাধিকার পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি ॥ কাজী রিয়াজুল

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, আর্থ সামাজিক ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি হয়েছে। সেই তুলনায় নাগরিক অধিকার এবং রাজনৈতিক অধিকার পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। তিনি বলেন, ‘সরকারের বিরোধিতা মানেই রাষ্ট্রদ্রোহীতা নয়। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে আইন ব্যবহার করে গ্রেফতার-হয়রানি কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রোগ্রেস শেয়ারিং মিটিং উইথ মাল্টি স্টেকহোল্ডারস অন দ্যা ইউপিআর মনিটরিং ফ্রেমওয়ার্ক’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘আর্টিকেল নাইনটিন’ এ সভার আয়োজন করে। আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল এতে সভাপতিত্ব করেন। রিয়াজুল হক বলেন, ‘কারাগারগুলোতে ধারণ সংখ্যার চেয়েও বহুগুণ বেশি অভিযুক্ত মানুষকে রাখা হচ্ছে। তাদের মধ্যে চূড়ান্ত বিচারে কয়জনের শান্তি নিশ্চিত করা হচ্ছে সেটিও বিবেচনায় নিতে হবে। এজন্য গ্রেফতারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্তের অপরাধের বিষয়ে অকাট্য এবং জোরালো প্রমাণ থাকা উচিত’। আদালতে অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে তদন্তকারী কর্র্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলেও তিনি মনে করেন। সভাপতির বক্তব্যে ফারুখ ফয়সল বলেন, ‘নাগরিক সংগঠনগুলো সরকারের প্রতিপক্ষ নয়, সহযোগী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাসহ মানবাধিকারের বিভিন্ন ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব? তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাউকে পেছনে না রেখে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের কথা বলা হয়েছে। -বিজ্ঞপ্তি
×