ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট জাতীয় সম্পত্তি, বিক্রির তথ্য সত্য নয় ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১২:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

বঙ্গবন্ধু স্যাটেলাইট জাতীয় সম্পত্তি, বিক্রির তথ্য সত্য নয় ॥ মোস্তাফা জব্বার

সংসদ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর স্বত্ব কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়া হয়নি, এটি দেশের জনগণের সম্পত্তি। স্যাটেলাইটের স্বত্ব নিয়ে যেসব কোম্পানি বা ব্যক্তির নামে লিজ দেয়ার তথ্য কিছু খবরের কাগজ বা গণমাধ্যমে এসেছে, তা মোটেও সত্য নয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এর আগে ফখরুল ইমাম মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন- পত্রপত্রিকায় খবর বের হয়েছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের স্বত্ব শুধু বেক্সিমকো ও অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করা আছে। কেউ যদি এ স্যাটেলাইটের সুবিধা নিতে চান তা হলে এ দুটি কোম্পানির কাছ থেকে কিনতে হবে, এটি সত্যি কিনা? জবাবে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এটি জাতীয় সম্পত্তি, কারো কাছে লিজ বা স্বত্ব বিক্রি করা হয়নি। এসব খবর মোটেও সত্য নয়। সরকারী দলের নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা-২০১৩ তে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলোকে অর্থ আদান-প্রদানের ক্ষমতা প্রদান করা হয়নি। অর্থ আদান-প্রদান বা হস্তান্তর বিষয়ে অনুমতি প্রদানের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার।
×