ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১১:২০, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার আংশিক শুনানি শেষে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন নির্ধারণ করেন। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ তাই তার ব্যক্তিগত চিকিৎসক দ্বারা আবার চিকিৎসা করানোর আবেদন করেছেন আইনজীবী। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছে। মঙ্গলবার মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজের অভিযোগ গঠন বিষয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আমার কী অপরাধ, আমি এখনও জানতে পারিনি। আমি নাকি মন্ত্রণালয় থেকে মতামত দিয়েছি। কিন্তু কী মতামত দিয়েছি, আমি তা এখনও দেখতেই পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়ার কোন কারণ নেই। মামলার আরজিতে উল্লেখিত অপরাধের সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে কোন সাক্ষী কোথাও বলেনি যে, আমি কোন মতামত দিয়েছি। আমি মতামত দিইনি। মন্ত্রণালয়ের আরও যে ৮ জন মতামত দিয়েছে, মামলায় তাদের সাক্ষী বা আসামি করা হয়নি। বিরোধী দলে আছি, সেজন্য হয়রানি বা অপমান করতে হবে বলে মনে করছে। ৮ জনে মিলে সই করলাম, বাকিরা সাক্ষীতেও নেই, আসামিতেও নেই। এসময়ে হাজার হাজার মামলায় বিনাবিচারে মানুষ জেল খাটছে। ওইসব মামলায় সময় না দিয়ে এ মামলায় আদালতের সময় দেয়ার কী অর্থ আছে। মানসম্মান নষ্ট করার জন্য এ মামলাগুলো করা হয়েছে।’ এদিন তার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ না হওয়ায় বিচারক পরবর্তী শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল না বলে চিকিৎসার জন্য একটি আবেদন করেন। মঙ্গলবার দুপুর ১২টা ২৬ মিনিটে খালেদা জিয়াকে কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করা হয়। এরপর ১২টা ২৮ মিনিটে বিচারক তার এজলাসে আসলে শুনানি শুরু হয়। আদালতের কার্যক্রম শেষ হয় ২টা ৫ মিনিটে। এসময় প্রায় একঘণ্টা ৪০ মিনিট খালেদা জিয়া হুইল চেয়ারে আদালতে বসে ছিলেন। শুনানি শেষে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
×