ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মতিঝিলে মোবাইলের শোরুমে চুরি ॥ ৮ দিনেও কোন আসামির হদিস করতে পারেনি পুলিশ

প্রকাশিত: ১১:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

মতিঝিলে মোবাইলের শোরুমে চুরি ॥ ৮ দিনেও কোন আসামির হদিস করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ আট দিনেও রাজধানীর মতিঝিলের ফকিরাপুলে মোবাইল শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনার কোন মালামাল উদ্ধার হয়নি। এখন পর্যন্ত কোন আসামির হদিস করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাতে ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডের ৪৭ রোডের ৪ নম্বর দোকানে ‘আল্লার দান টেলিকম’ নামের একটি মোবাইল শোরুমে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা ওই শোরুমের সাটারের তালা ভেঙ্গে অভিনব কায়দায় নগদ টাকা, ল্যাপটপসহ ৮১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মোঃ আবদুর কাদের বাদী হয়ে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী আবদুর কাদের জানান, ৮দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি নগদ টাকাসহ লুট হওয়া মোবাইল সেটও উদ্ধার করতে পারেনি, যার মূল্য ১৩ লাখ ৮২ হাজার টাকা। এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এখনও আসামিদের চিহ্নিত করা যায়নি। চেষ্টা চলছে। ডিআইটি এক্সটেনশন রোডের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এই এলাকার ব্যবসায়ীরা যাবতীয় কর নিয়মিত পরিশোধ করার পরও প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে না। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, এলাকাটি ভিআইপি এলাকা হিসেবে চিহ্নিত হলেও স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। এলাকাটিতে নিরাপত্তা প্রহরী থাকলেও তারা নিয়মিত দায়িত্ব পালন করেন না। এর ফলে এই এলাকায় চোর-ডাকাতের উপদ্রব বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। এই অবস্থায় হতাশ ব্যবসায়ীরা। তারা মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুলিশী টহল বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।
×