ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে জোড়া লাগানো যমজ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৯

 ইয়েমেনে জোড়া লাগানো যমজ শিশুর মৃত্যু

ইয়েমেনে জোড়া লাগানো যমজ নবজাতক শনিবার সানায় মারা গেছে বলে রাজধানী অবরোধ করে রাখা বিদ্রোহীরা জানিয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। এএফপি। দুই সপ্তাহ আগে সানার বাইরে আব্দেল খালেক ও আব্দেল রহিম জন্মগ্রহণ করে। শিশু দুটির দেহ পরস্পরের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের একটি কিডনি ছিল। তবে তাদের হৃৎপিন্ড ও ফুসফুস আলাদা ছিল। সানার আল-তাওরা হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাঃ ফয়সাল আল-বাবিলি বলেন, তার হাসপাতালে নবজাতক শিশু দুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামাদি নেই। তারা বুধবার শিশু দুটিকে জরুরী চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। হুতি বিদ্রোহীরা এই মৃত্যুর জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ি করেছে।
×