ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলার পিয়ানো

প্রকাশিত: ১১:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৯

কলার পিয়ানো

সঙ্গীতজ্ঞরা নানা জিনিস দিয়ে নিত্যনতুন সুর তুলে শ্রোতাদের মাতিয়ে দেন। কেউ জিহবা কেউবা আবার ঠোঁট দিয়ে সুর তোলেন। কিন্তু আমাদের অতি পরিচিত ফল কলা দিয়ে সুর তোলার কথা আগে শোনা যায়নি। এবার কাজাখস্তানের দুই ছাত্র কলা দিয়ে পিয়ানো বানিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। দেশটির রাজধানী আলমাতিতে সম্প্রতি আয়োজিত এক প্রযুক্তি মেলায় ওই কলার পিয়ানো বাজিয়ে উপস্থিতদের চমকে দেন ওই দুই ছাত্র। উপস্থিত দর্শকদের এই কলার পিয়ানো দিয়ে কাজাখস্তানের একটি জনপ্রিয় গানের সুর তোলেন তারা। পিয়ানোটি আবিষ্কার বিষয়ে ওই দুই ছাত্র বলেন, আমরা উপস্থিত বুদ্ধি থেকে এ পিয়ানো তৈরি করেছি। প্রথমে কয়েকটি বড় আকারের কলার মধ্য সেন্সর বসিয়েছি। এরপর সেন্সরগুলো ল্যাপটপের সঙ্গে সংযোগ করেছি। এই সেন্সরগুলোর সঙ্গে ল্যাপটপের স্পীকারের সংযোগ দেয়া হয়েছে। এরপর কলার সেন্সরের ওপর সামান্য স্পর্শ করা মাত্রই এক ধরনের শব্দ বের হচ্ছে। এই শব্দগুলোই সুরে পরিণত হচ্ছে। এদিকে কলার পিয়ানো দিয়ে মিউজিক তৈরির একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে ওই দুই ছাত্র তাদের সৃজনশীলতার প্রশংসায় ভাসছেন। ব্রেইটবার্ট ও চায়না ডেইলি অবলম্বনে।
×