ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু উন্নয়নে উন্নত ও অনুন্নত দেশের বৈষম্য হ্রাস করতে হবে ॥ মাসুদ বিন মোমেন

প্রকাশিত: ১০:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৯

শিশু উন্নয়নে উন্নত ও অনুন্নত দেশের বৈষম্য হ্রাস করতে হবে ॥ মাসুদ বিন মোমেন

ইউনিসেফের নির্বাহী বোর্ডের নিয়মিত সেশনে শিশু অধিকার সুরক্ষা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতার কথা তুলে ধরেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ইউনিসেফের নির্বাহী বোর্ডের ২০১৯ সালের প্রথম নিয়মিত সেশনে অংশ নিয়ে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন একথা তুলে ধরেন। বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিশু অধিকারের সুরক্ষা ও উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- শিশু মৃত্যুহার হ্রাস, শিশুর অপুষ্টি হ্রাস, প্রাথমিক পর্যায়ে শিশু ভর্তি বৃদ্ধি, বছরের প্রথম দিনে বিনামূল্যে কয়েক কোটি পাঠ্যপুস্তক বিতরণ, শিশু সংশ্লিষ্ট ব্যয় খাত সৃষ্টি এবং শিশু ও নারীর ওপর সহিংসতা বন্ধে জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন। এ বছর থেকে নির্বাহী বোর্ড-এ সদস্য ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। উদ্বোধনী অধিবেশনে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফো এবং নির্বাহী বোর্ডের নতুন সভাপতি সুদানের রাষ্ট্রদূত ওমর ডাহাব ফাহ্দল মোহাম্মেদ বক্তব্য দেন।
×