ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে রহস্যময় এক বাড়ি থেকে জাল টাকা ও অস্ত্র উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ০৯:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৯

রূপগঞ্জে রহস্যময়  এক বাড়ি থেকে জাল টাকা ও অস্ত্র উদ্ধার, আটক ৩

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ॥ উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় রহস্যময় বাড়ির সন্ধান মিলেছে। পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে ২৭ হাজার জাল টাকা, ৭০টি মোবাইল, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, ২১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৫ টাকা মূল্যমানের ১০ পাতার এফিডেভিট করা দেড় শ’ কোটি টাকার দলিল উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক প্রতারক দম্পতি ও কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। রহস্যময় বাড়ির সন্ধানের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, তাদের কাছে সংবাদ ছিল বরপা শান্তিনগর এলাকায় পাঁচতলা ভবনে দীর্ঘদিন ধরে মোঃ নূরুল আবসার চৌধুরী ও সাবিনা ইয়াসমিন চৌধুরী দম্পতি বসবাস করে আসছে। এ বাড়িতে প্রবেশ করতে তিনটি ফটক পেরুতে হয়। বাড়ির বাইরে রয়েছে সিসি ক্যামেরা। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে রয়েছে অসংখ্য মামলা। এসবের ভিত্তিতে সোমবার ভোরে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবিনা ইয়াসমিন দেশী অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এ সময় তাকে ছাড়াতে তার স্বামী নূরুল আবসার চৌধুরী এগিয়ে এলে পুলিশ তাকেও আটক করে। পরে বাড়িতে অভিযান চালিয়ে ২৭ হাজার জাল টাকা, নগদ ৭৩ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৭০টি মোবাইল, ২টি রামদা, ৩টি ছুরি, একটি চাপাতি, ৪টি পাসপোর্ট, ৫টি অটো সিল, ৪টি পেনড্রাইভ, স্বর্ণালঙ্কার ও কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়।
×