ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন পরিবারের মুক্তি

প্রকাশিত: ০৯:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 তিন পরিবারের মুক্তি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২ ফেব্রুয়ারি ॥ তিনটি পরিবারের তিন কন্যাকে বিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জ জজ কোর্টের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু। জানা গেছে, লাভলু উপজেলার গালা ও কৈজুরী ইউনিয়নের তিন অসহায় পরিবারের তিন ছেলেকে বিনা পয়সায় সরকারী চাকরি দিয়ে তাদের সঙ্গে দুগালী গ্রামের দরিদ্র মাহমুদ আলীর মেয়ে মাহমুদা খাতুন, চরকৈজুরী গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে তাসলিমা খাতুন ও পাড়া দুগালী গ্রামের সাচ্চু মোল্লার মেয়ে শারমিন আক্তারকে বিয়ে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন শুক্রবার রাতে। এদিন দুগালী হাইস্কুল মাঠে একই সঙ্গে তিন কন্যার বিয়ের আয়োজন করা হয়।
×