ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ড থেকে আসা বিমানযাত্রীর লাগেজ কেটে মালামাল চুরি

প্রকাশিত: ১২:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৯

  থাইল্যান্ড থেকে আসা বিমানযাত্রীর লাগেজ কেটে মালামাল  চুরি

স্টাফ রিপোর্টার ॥ থাইল্যান্ড থেকে আসা বিমানের এক যাত্রীর লাগেজ কেটে মালামাল চুরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নৃত্যশিল্পী হেনা হোসাইন শুক্রবার সাংবাদিকদেরকে জানান, তিনি সেখানে ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে অংশগ্রহণ শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ভাঙ্গা দেখতে পান। লাগেজ কাটা চক্র তার ব্যাঙ্কক থেকে শপিং করা মূল্যবান আইপ্যাড ও দামি মেকআপ বক্সসহ অনেক কিছু নিয়ে গেছে। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিজি-০০৮৯ ফ্লাইটের ২১-ই সিটে চড়ে ব্যাঙ্কক থেকে ঢাকায় আসেন তিনি। কিন্তু শাহজালালে নেমে ইমিগ্রেশন পর্ব শেষে কনভেয়র বেল্টে এসে দেখেন লাগেজটি কাটা। ভেতর থেকে গায়েব হয়ে গেছে প্রায় দুই লাখ টাকার মালামাল। তিনি বলেন- নম্বর লক ও ম্যানুয়াল লক দুটি ভাঙ্গা দেখে আমি সেটিতে হাত না দিয়ে বিমানের লোকদের ডাক দেই। খুলে দেখা গেল আইপ্যাড, ব্র্যান্ডের মেকআপ বক্সসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট হয়েছে। আমার চিৎকারের পর বিমানের লস্ট এ্যান্ড ফাউন্ড শাখার লোকজন এসে আমাকে একটি ফরম পূরণ করে দিয়ে যেতে বলেন। আমি তাদের কথা মতো সেটি করেছি। এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদার জনকণ্ঠকে বলেন, এক সময় ব্যাঙ্কক থেকে আসা ফ্লাইটের যাত্রীদের লাগেজ কাটা পাওয়া যেতো নিয়মিত। ইদানীং আবার তা শুরু হয়েছে। ব্যাঙ্কক বিমানবন্দরেই এভাবে কাটা হয়ে থাকতে পারে, ঢাকায় সম্ভব নয়। তারপরও আমরা খতিয়ে দেখব কোথায় কাটা হয়েছে।
×