ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্বামী-সতীনসহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ১১:০২, ১ ফেব্রুয়ারি ২০১৯

স্বামী-সতীনসহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে স্ত্রী শামসুন্নাহার ও ছেলে সাজ্জাদুল করিম শাওনকে গলা কেটে হত্যা মামলায় স্বামী, সতীন ও সতীনের ভাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী ৭ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ রবিউল আলম এ আদেশ দেন। অভিযুক্ত আসামিরা হলেন, শামসুন্নারের স্বামী আবদুল করিম, করিমের তৃতীয় স্ত্রী ও শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল আমিন ওরফে জনি। চার্জশীটে হত্যার কারণ হিসেবে বলা হয়, আবদুল করিম ২৮ বছর পূর্বে শামসুন্নাহারকে বিয়ে করেন। তাদের সন্তান শাওন ‘ও’ লেভেলে পড়ালেখা করত। আসামি করিম জনৈকা ফরিদাকে দ্বিতীয় বিয়ে করেন। ওই ঘরে আকাশ নামে একটি সন্তান রয়েছে। পরে ফরিদাকে তালাক দিয়ে ৪ বছর পূর্বে আসামি মুক্তাকে বিয়ে করেন। তৃতীয় বিয়ে করার পর আসামি করিম প্রথম স্ত্রী ও সন্তানের খোঁজ খবর নিতেন না এবং মাঝে মধ্যে বাসায় এসে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার ৩/৪ মাস পূর্বে তৃতীয় স্ত্রী মুক্তা বাসায় এসে নিহত শামসুন্নাহারকে মারধর করে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। এরপর নিহত শামসুন্নাহার মুক্তাকে তালাক দেয়ার জন্য আসামি করিমকে চাপ প্রয়োগ করেন।
×