ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবজাতক কেনার চেষ্টা, ঢামেকে নারী আটক

প্রকাশিত: ১৩:৫৪, ৩১ জানুয়ারি ২০১৯

নবজাতক কেনার চেষ্টা, ঢামেকে নারী আটক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে নবজাতক কেনার চেষ্টার অভিযোগে সোনিয়া নামের এক নারী পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনিয়া (২৮) নামের ওই নারীকে আটক করে শাহবাগ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। নবজাতকের মা জোসনা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, মঙ্গলবার তার মুসা নামের এক ছেলের জন্ম হয়। চার মাসের অন্তঃসত্ত‍া থাকার সময় কমলাপুর রেলস্টেশনে পানি দেয়ার কাজের মাধ্যমে সনিয়ার সঙ্গে তার পরিচয়। ওই সময় সোনিয়া তাকে তার সন্তানকে কেনার জন্য ৫০ হাজার টাকা দেয়। সন্ধ্যার দিকে মুসাকে নিতে এলে জোসনার স্বামী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়। পরে তারা সোনিয়াকে আটক করে। জোসনা বলেন, তিনি তার সন্তানকে দেবেন না। টাকা ফেরত দেবেন। সোনিয়ার দাবি, পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকেন। জোসনা একসময় তার বাসায় কাজ করত। অসহায় হিসেবে তাকে তিন হাজার টাকা দিয়েছি। জোসনা মোবাইল ফোনে তাকে হাসপাতালে আসতে বলে।
×