ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষক সমিতির নির্বাচনে দীপিকা-নূর প্যানেলের বিজয়

প্রকাশিত: ১১:০০, ৩০ জানুয়ারি ২০১৯

জবি শিক্ষক সমিতির নির্বাচনে দীপিকা-নূর প্যানেলের বিজয়

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ এ দীপিকা ও নূর মোহাম্মদ প্যানেল নিরঙ্কুশভবে বিজয়ী হয়েছে। এতে ৪৯২ ভোটের মধ্যে ২৬৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রানী সরকার এবং ৩০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ। তবে এই নির্বাচনে সাদা দলের কোন প্যানেল না থাকায় নীল দলের মধ্য থেকেই দুইটি প্যানেল ঘোষণা করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। পরে বিকেল ৫টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস। নির্বাচনে ৬৫৪ ভোটারের মধ্যে ৪৯২ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
×