ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মানব কল্যাণে জয়যাত্রা টিভি

প্রকাশিত: ১২:৫৭, ২৯ জানুয়ারি ২০১৯

মানব কল্যাণে জয়যাত্রা টিভি

স্টাফ রিপোর্টার ॥ প্রবাসীদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে ‘জয়যাত্রা’ টিভি চ্যানেল। দেশের ও বিদেশের বাংলা ভাষাভাষীদের অন্তরের কথা বলার জন্য ‘জয়যাত্রা’ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়া, জেদ্দা, লেবানন, যুক্তরাষ্ট্র ও দুবাইসহ কিছু দেশের প্রবাসীদের বিনোদনের জন্য চ্যানেলটি ভূমিকা রাখছে। চ্যানেলের অনুষ্ঠানগুলোতেও থাকছে নতুনত্ব। এই সময়ের নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ‘বকবক আনলিমিটেড’, ‘জয়যাত্রা’ টিভি লাইভ, ‘প্রবাস টাইম’ অনুষ্ঠানগুলো প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান চ্যানেলটির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। তিনি আরও বলেন, আমাদের দেশে অনেকগুলো চ্যানেল এখন আছে। কিন্তু এই চ্যানেলগুলো প্রবাসীদের নিয়ে স্পেশাল কোন অনুষ্ঠান করে না। আমি প্রবাসীদের জন্যই এই চ্যানেলটি নিয়ে এসেছি। কারণ তারা দিনের শেষে তাদের মনের কথা বলতে চায়। এই চ্যানেলে আমি তাদের সেই সুযোগ করে দিচ্ছি। যাদের শ্রমের বিনিময়ে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তাদের জন্য কিছু করা আমাদের প্রয়োজন।
×