ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরের মিঠাপুকুরে অবিস্ফোরিত রকেট লাঞ্চার উদ্ধার

প্রকাশিত: ০৯:২৮, ২৮ জানুয়ারি ২০১৯

রংপুরের মিঠাপুকুরে অবিস্ফোরিত রকেট লাঞ্চার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ মিঠাপুকুরে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত অবিস্ফোরিত একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়। রবিবার রাতেই র‍্যাবের একটি বিশেষজ্ঞ দল উদ্ধার হওয়া রকেট লাঞ্চারটি খোলা জায়গায় নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাকপ্রতিবন্ধী রাশেদুল (২২) পুকুরের মাটি খননের সময় পিতলের মোড়কে একটি ধাতব বস্তু দেখতে পায়। এ সময় সে তার পাশে থাকা সামিউল নামের এক শিশুকে ডেকে বস্তুটি দেখায়। এক পর‍্যায়ে আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেলে। স্থানীয় লোকজন ধাতব পদার্থটি বোমা মনে করে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে। পরে রাতে রংপুর র‍্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে রকেট লাঞ্চার বলে শনাক্ত করে। রকেট লাঞ্চারটি মুক্তিযুদ্ধের সময়ের পাকিস্তান সেনাদের বলে ধারণা বিশেষজ্ঞ দলটির। পরে ৬ কেজি ওজনের রকেট লাঞ্চারটি র‍্যাবের বিশেষজ্ঞরা রাতে বিস্ফোরণ ঘটায়।
×