ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আগরতলা মাতালেন জিসান খান শুভ

প্রকাশিত: ০৬:৫৮, ২৭ জানুয়ারি ২০১৯

আগরতলা মাতালেন জিসান খান শুভ

স্টাফ রিপোর্টার ॥ আগরতলার বিশালগড়ে জমজমাট শো শেষ করে সম্প্রতি ঢাকায় পৌঁছেছে শিল্পী জিসান খান শুভ। সেখানে ‘কান্ট্রি লাভার্স’ নামে সংগঠনের আমন্ত্রণে সঙ্গীত পরিবেশেন করেন শুভ। সংগঠনটি তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে শুভ যখন কণ্ঠ ছাড়েন শুরু হয় তার ভিনদেশী ভক্তদের উল্লাস। প্রথম গান পরিবেশনের পর হাজারও কণ্ঠে ধ্বনিত হয় ওয়ান মোর, ওয়ান মোর। এরপর ভক্তদের অনুরোধে পরপর ১০টি গান পরিবেশন করেন জিসান খান শুভ। এই কনসার্টে ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুয়েল মোর্শেদ। তবে গান গাইতে নয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি। তবে শ্রোতাদের অনুরোধে তিনিও হাতে নেন মাইক্রোফোন। মাত করেন আগরতলার দর্শক-শ্রোতাদের। জুয়েল মোর্শেদ জানান শুধু বাংলা ভাষাভাষীই না, এমনকি ভিনদেশী মানুষও মাতে বাংলাদেশী জিসান খান শুভর সাংস্কৃতিক পরিবেশনায়। মুহুর্মুহু করতালি, উল্লাস আর ‘বাংলাদেশ’ ধ্বনিতে যেন কেঁপে ওঠে আগরতলা। আমি নিজেও অবাক যে, জিসান খান শুভর এত ভক্তকুল আছে আগরতলায়। তার বাউলিয়া টানে সত্যিই মুগ্ধ হয়েছেন শ্রোতারা। পুরো শোতে গিটারের ঝলকানি দিয়েছেন বাংলাদেশী গিটারিস্ট জিতু। তার গিটারের যাদুতেও মুগ্ধ আগরতলাবাসী। আগরতলা সফর এক কথায় অসাধারণ। তাদের দেয়া উষ্ণ অভ্যর্থনা, সম্মান ও সৌজন্যবোধের কথা ভোলার নয়। এছাড়া তাদের আয়োজন ছিল অন্য রকম। এ প্রসঙ্গে শিল্পী জিসান খান শুভ বলেন দেশের বাইরেও যে আমার এত ভক্ত আছে তা জানা ছিল না। মনে হচ্ছে গান নিয়ে আমার যে স্বপ্ন, যে আশা তা অনেকটাই প্রাপ্তির পথে। আমার কণ্ঠ, সুর এবং লেখা যে দেশের গ-ি পেরিয়ে দেশের বাইরের মানুষের হৃদয়কে এতটা আন্দোলিত করবে আমি ভাবতে পারি নাই। দেশের ভিতরে অনেক শো করেছি, অনেক মানুষের ভালবাসাও পেয়েছি। কিন্তু দেশের বাইরে প্রথমবার শো করতে এসে ভক্ত-শ্রোতাদের উল্লাস-উচ্ছ্বাস আমাকে অভিভূত করেছে। আমার খুব গর্ব হচ্ছে যে, আমি বাংলাদেশের সন্তান। বিদেশের মাটিতে, বিদেশী ভক্ত-শ্রোতাদের এতটা ভালবাসা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমি আর আগরতলাবাসী, দুইপক্ষই আপ্লুত। কারণটা হচ্ছে ভারতের ঐতিহাসিক আগরতলায় গান গাওয়াটা ছিল আমার জন্য স্মরণীয় ঘটনা। আর স্থানীয় জনগণও বাংলাদেশের মাটির গান শুনতে পেয়ে বেশ উচ্ছ্বসিত। এদিকে দেশে ফিরে জিসান খান শুভ গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশে ও দেশের বাইরে একাধিক শো নিয়েও কথা হচ্ছে। খুব শীঘ্রই তার কণ্ঠে নতুন গান পাচ্ছেন শ্রোতারা।
×