ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা বিভাগের ফুটবলার বাছাই সম্পন্ন

প্রকাশিত: ০৬:৫০, ২৭ জানুয়ারি ২০১৯

ঢাকা বিভাগের ফুটবলার বাছাই সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের (বিডিডি-এফএ) আয়োজনে ও সাইফ পাওয়ার ব্যাটারির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের (প্রস্তাবিত) ঢাকা বিভাগের খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঢাকা বিভাগের বারটি জেলা থেকে আগত মোট ৮৫ জন খেলোয়াড়ের মাঝ থেকে প্রশিক্ষণের জন্য ৩০ জনকে বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়া উদ্বোধন ও খেলোয়াড়ের ইয়েস কার্ড প্রদান করেন বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিডিএফএ সহ-সভাপতি সিরাজ উদ্দীন মোঃ আলমগীর, বিওএ উপমহাসচিব ও নড়াইল ডিএফএ সভাপতি আশিকুর রহমান মিকু, ফরিদপুর ডিএফএ সভাপতি মোসলেমউদ্দীন, ফরিদপুর ডিএসএ সাধারণ সম্পাদক এএসএম এ আহসান তুহিন ও ফুটবল সংগঠক ময়মনসিংহের আবদুল্লাহ আর ফুয়াদ রেদুয়ান, সাতক্ষীরার সাইফুল ইসলাম, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থাার এমবি সাইফ, পাবনার মকবুল হোসেন, খুলনার শামিম আহসান ও অন্যরা। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন তার বক্তব্যে বলেন, দেশের ফুটবল আজ পথ হারিয়েছে, ফুটবলকে সঠিক পথে ফেরাবার জন্যই বিডিডিএফএ এই উদ্যোগ নিয়েছে, ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, আমরা দেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, ইমতিয়াজ সুলতান জনি ও বিডিডিএফএ’র নির্বাচক প্যানেল খেলোয়াড়দের বাছাই সম্পন্ন করেন। বাছাই করা ৩০ জন খেলোয়াড় পরবর্তীতে মাসব্যাপী প্রশিক্ষণের পর আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য শেখ কামাল অনুর্ধ-২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ বিভাগকে প্রতিনিধিত্ব করবে। বাছাইকৃত খেলোয়াড়রা হলেন- অন্তর কুমার (নারায়ণগঞ্জ), অরুপ ভুঁইয়া (মুন্সীগঞ্জ), উজ্জল আলম (শরিয়তপুর), মমিনুল ইসলাম (মানিকগঞ্জ), মোঃ আল-আমিন (নারায়ণগঞ্জ), আনন্দ কুমার দাস (ফরিদপুর), আজিজুর শেখ (ফরিদপুর), রাহিম হোসেন (মানিকগঞ্জ), পারভেজ মিয়া (মানিকগঞ্জ), শিপাত আহমেদ শান্ত (ঢাকা), আজিজুল শেখ (ফরিদপুর), আল-আমিন মীর (ফরিদপুর), রাহাত তালুকদার (মুন্সীগঞ্জ), শান্ত বিশ্বাস (গোপালগঞ্জ), নজরুল ইসলাম (মানিকগঞ্জ), জাহিদ হোসেন (নারায়ণগঞ্জ), শাহিন শিকদার (ফরিদপুর), চন্দন কুমার দাস (ফরিদপুর), আবুল হাসান (ফরিদপুর), সাগর হোসেন (গাজীপুর), ইউসুপ হোসেন (নারায়ণগঞ্জ), মোঃ দুলাল (নারায়ণগঞ্জ), মোঃ মানিক (নারায়ণগঞ্জ), বাদশা মোল্লা ইয়াসিন (গোপালগঞ্জ), আলি হোসেন (নরসিংদী), গৌতম চন্দ্র (শরিয়তপুর), মৃদুল মাতব্বর (মাদারীপুর), সাব্বির ভুঁইয়া (নরসিংদী), জহিরুল ইসলাম (মানিকগঞ্জ), নয়ন বিশ্বাস (গোপালগঞ্জ)।
×