ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়র নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে

প্রকাশিত: ০৬:১০, ২৭ জানুয়ারি ২০১৯

মেয়র নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। আগামী ৩০ জানুয়ারির মধ্যেই চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে মেয়র নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জাপা। আজ ২৭ জানুয়ারি থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার এক অনুষ্ঠানে রাঙ্গা আশা প্রকাশ করে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের মাঝে ফিরে এসে আবারও জাতীয় পার্টির হাল ধরবেন। আবারও নেতৃত্ব দেবেন, কথা বলবেন সাধারণ মানুষের জন্য। তিনি বলেন, দেশের রাজনীতিতে এরশাদের এখনও অনেক কিছু দেয়ার আছে। নয় বছরের শাসন সবাই মনে রেখেছে। তিনি অনেক ভাল শাসক ছিলেন বলেই সবাই এখনও জাতীয় পার্টিকে ভোট দেয়। টানা দুবার ধরে জাপা বিরোধী দলের আসনে। এটাই প্রমাণ করে এরশাদের নেতৃত্বের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ^াস রয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির জাগরণ সারাদেশের মানুষ যেন অনুভব করতে পারে সেজন্য সাংগঠনিক শক্তি প্রয়োজন। এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন দলের প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এসএম ফয়সল চিশতী, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, রওশন আরা মান্নান, নাজমা আক্তার, নুরুল ইসলাম নুরু, হেনা খান, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ। রবি ও সোমবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে ফরম বিতরণ ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী নেতৃবৃন্দের মাঝে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিতরণ করা হবে ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে রবি ও সোমবার। আজ রবিবার বেলা ১১টায় মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করবেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ভাল আছেন এরশাদ ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভাল আছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন জাপা চেয়ারম্যান নিয়মিত খাবার ও ওষুধ গ্রহণ করছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এরশাদের একান্ত সচিব মেজর (অব.) মোঃ খালেদ আখতার সিঙ্গাপুর থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাপা চেয়ারম্যানে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী তিনি ভাল হয়ে উঠবেন। ডাক্তাররাও আশার আলো দেখছেন। আমাদের প্রত্যাশা তিনি সুস্থ হয়ে জাতীয় পার্টিকে আরও গতিশীল করবে। সংসদে বিরোধী দলের নেতা হিসেবে ভূমিকা রাখবেন। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্যামপুর বালুর মাঠে (শ্যামপুর ইকোপার্কের বিপরীতে) অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ শীর্ষ নেতারা। ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
×