ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আতিকুলকে মেয়র, সৈয়দ আশরাফের ছোট বোনকে এমপি মনোনয়ন

প্রকাশিত: ০৫:৫০, ২৭ জানুয়ারি ২০১৯

আতিকুলকে মেয়র, সৈয়দ আশরাফের ছোট বোনকে এমপি মনোনয়ন

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। অন্যদিকে কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ওই দুটি পদে দলের চূড়ান্ত প্রার্থীর নাম সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক সূত্র জানায়, যৌথসভায় দীর্ঘ আলোচনার পর তাদের দু’জনের মনোনয়ন চূড়ান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসির মেয়র পদে আতিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে দল মনোনীত এমপি প্রার্থী ডাঃ জাকিয়া নূর লিপিকে নির্বাচিত করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীকে নির্দেশ দেন। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে দল ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে। বৈঠক সূত্র জানায়, যৌথ সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েও আলোচনা হয়। এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এই ৪৩ আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১ হাজার ৫১০ জন ফরম জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা উঠলে এ নিয়ে তৃণমূল থেকে পাঠানো প্রার্থী তালিকা হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়। ঢাকা মহানগরের ৩৬ ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ে কমিটি: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডে দলীয় প্রার্থী বাছাইয়ে একটি কেন্দ্রীয় কমিটির গঠন করেছে আওয়ামী লীগ। গঠিত কমিটি দলীয় প্রধানের কাছে প্রতি ওয়ার্ডের জন্য তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করবে। পরে সেখান থেকে একজন প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। বৈঠক সূত্রে আরও জানা যায়, প্রার্থী বাছাইয়ের এই কমিটির নেতৃত্বে আছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ৩ পৌরসভা ও ২৭ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা ॥ আমতলী উপজেলার আমতলী পৌরসভায় মতিয়ার রহমান, পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী পৌরসভায় কাজী আলমগীর এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভায় মোঃ আশরাফুল আলম নৌকার মনোনয়ন পেয়েছেন। এছাড়া দিনাজপুর জেলার বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে মোঃ আবদুল আউয়াল, ফরক্কাবাদ ইউনিয়নে মোঃ হুসেন আলী, বিরল ইউনিয়নে মোঃ মারুফ হোসেন। নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মোঃ এমদাদুল ইসলাম, নাচোল উপজেলার নাচোল ইউনিয়নে মোঃ আবদুস সালাম। খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে দেবী রানী বিশ্বাস। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মোস্তফা কবিরুজ্জামান। যশোর জেলার খেদাপাড়া ইউনিয়নে মোঃ আবদুল আলীম। বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বেবী রানী দাস। ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে মোঃ মানিক হাওলাদার। পিরোজপুর জেলা জেলার ভান্ডরিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে মোঃ শামস উদ্দীন। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মোঃ শফিকুল হাকিম মোল্লা হিরন। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার তালমা ইউনিয়নে দেলোয়ার বেগম, চাঁদপুর ইউনিয়নে শামসুন্নাহার ও নওয়াপাড়া ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপেজলার কাচিকাটা ইউনিয়নে আবুল হাশেম। মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে জাহাঙ্গীর আলম রায়হান সরকার, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে সৈয়দ মনিরুল ইসলাম। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে আবদুল মতিন ও চর বেতাগৈর ইউনিয়নে মোঃ আবুল হোসেন। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে মোঃ আশিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী (পশ্চিম) ইউনিয়নে মহসিন মিঞা ও গোকর্ণ ইউনিয়নে ছোয়াব আহমেদ হৃতুল। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে মোঃ রবিউল আলম। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আবুল কালাম। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপর ইউনিয়নে সৈয়দ ওসমান গণি বাবু ও খিরাম ইউনিয়নে মুহাম্মদ শহীদুল আলম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ নৌকার মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, যৌথ সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েও আলোচনা হয়। এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এই ৪৩ আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোননের জন্য ১ হাজার ৫১০ জন ফরম জমা দিয়েছেন।
×