ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান

প্রকাশিত: ০৪:০৩, ২৭ জানুয়ারি ২০১৯

কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বিমান কিনে অথবা ভাড়া নিয়ে এই সার্ভিস চালু করা হবে। কার্গো সার্ভিসের বাজার, রুট নির্ধারণ ও পরিচালন ব্যয় সার্বিক বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে সম্প্রতি ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। ব্যবসায়ীরা বলছেন, এতে আকাশপথে পণ্য পরিবহন খরচ কমবে। কার্গো পরিবহনের বাজার ধরতে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্গো ব্যবস্থাপনাও অটোমেশনের তাগিদ তাদের। শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোন উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে ৯০ শতাংশ পণ্য পরিবহন করে বিদেশী এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আলাদা কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে বিমান।
×